দুরারোগ্য ক্যান্সারের কাছে হার মেনে পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের ব্যবসায়ী ও ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক সোমবার সকালে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহে----রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
দীর্ঘদিন তিনি বাড়িতে শয্যাশায়ী ছিলেন।
বাদ যোহর সহস্রাধিক লোকের অংশগ্রহণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শেষ বারের মত দেখতে তার বাড়িতে যান সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’পুত্র, দু’কন্যা, দু’ভাইসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভানধ্যায়ী রেখে গেছেন।
সদালাপি ও পরোপকারী মানুষিকতা সম্পন্ন আব্দুল খালেকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, এলাকায় খালেক দোকানদার নামে বহুল পরিচিত ছিলেন তিনি। পাঁচপাড়া গ্রামে তার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই চার রাস্তার মোড়টি খালেক দোকানদারের মোড় হিসেবে পরিচিত। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল মাস্টার তার ছোট ছেলে। তার দু’মেয়েই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এছাড়া এলাকার প্রথম পিএইচডি ডিগ্রিধারী কুমিরা মহিলা কলেজের প্রভাষক ড. রবিউল ইসলাম মরহুমের ছোট ভাই।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]