সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের দাদপুরে গ্রামে জমি দখল করতে না পেরে গাছ কেটে জমি সাবাড় করে দিয়েছে প্রতিবেশী এক ভূমি দুস্য। এ সময় জমির মালিক তার গাছ রক্ষা করতে এলে ভূমি দুস্যরা তাকে জীবন নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকালে পাটকেলঘাটা থানার ৪ নং কুমিরা ইউনিয়ানের দাদপুর গ্রামের মো. ছবেদ আলীর জমিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছবেদ আলীর পুত্র মো. সাদ্দাম হোসেন পাটকেলঘাটা থানায় মৌখিক ও লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের ভিত্তিতে ছবেদ আলীর এস এ - ৮৩/৯৩, খতিয়ানের ১০০৫ নং দাগের জমিতে থানার উপ-পরিদর্শক বুলবুল ইসলাম ঘটনা স্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেছেন। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে মো: ছবেদ আলী বেশ কয়েক বছর আগে, জোহরা খাতুন, পিতা: এরফান আলী(১.১/৫ শতক) এবং আব্দুল ছাত্তার, আব্দুল গফফার, আব্দুল মজিদ, শেফালী, পিতা: মৃত আব্দুল খালেক ছেলে মেয়েদের নিকট থেকে (২শতক) জমি ক্রয় করেন।
ভুমি দুস্য আবেদ আলী শেখ এর পুত্র এনামুল শেখ নেতৃত্বে বইিরাগত ১০ থেকে ১২ জন সন্ত্রাসী সাথে নিয়ে ছবেদ আলীর জমিতে যেয়ে গাছ কেটে দেয় এবং ছবেদ আলী শেখ সহ তার পরিবারকে জীবন নাশের হুমকি দেয়। এই ব্যাপারে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]