পাটকেলঘাটায় তুচ্ছ ঘটনায় ২ বোনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এক চাতাল ব্যবসায়ীর বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা পাটকেলঘাটার নগরঘাটা এলাকার গফফার মোড়ল মারা গেছেন বহু বছর আগে। মৃত্যুর পর তার স্ত্রী দুই কন্যা সন্তান নিয়ে অতিকষ্টে অন্যের বাড়িতে কাজ করে, গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি বাড়ির পাশে ৪ কাঠা জমি ক্রয় করে চাতাল ব্যবসায়ী ইসমাইল সরদার। সেখানে তিনি ধানের পাতা রোপন করেন। ১৭ জানুয়ারি বাড়িতে কেউ না থাকায় তাদের গরু ইসমাইল সরদারের জমিতে লাগানো পাতা খেয়ে ফেলে। এসময় ইসমাইল গরুটি নিয়ে ২ দিন আটক রেখে পরে ছেড়ে দিলেও ১৯ জানুয়ারি তার কর্মচারী মাতিনসহ ১৫/১৬ জন সংঘবদ্ধ লোকজন দিয়ে মৃত. গফফারের বাড়িতে হামলা চালায়।
এসময় বেড়াতে আসা বড় কন্যা ৩ সন্তানেন জননী নাজমুন নাহার এবং তার ছোট কন্যা নাসরিন নাহারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। মারপিট করে তাদের বৃদ্ধা মাতাকেও। এতে নাসরিন নাহারের মাথায় ১৯টি সেলাই দিতে হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বর্তমানে মারাত্মক আহত অবস্থায় ২ বোন সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসকাধীন রয়েছেন। এঘটনায় ভুক্তভোগী বিধবা বলেন, আমাদের বাড়িতে কোন পুরুষ নেই। যে কারণে ইসমাইলের মত ব্যক্তিরা এভাবে মারপিটসহ অত্যাচার করে যাচ্ছে। তিনি এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]