বিয়ে ছাড়ায় পুত্র সন্তানের বাবা! অবৈধ গর্ভপাত করার সময় হাতেনাতে ধরলো পুলিশ। গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবক।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকূপি গ্রামে।
থানা সূত্র জানায়, ওই গ্রামের শাহাবুদ্দীন বিশ্বাসের ছেলে হযরত আলী বিশ্বাস (২০) বিয়ে ছাড়ায় পুত্র সন্তানের বাবা হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
মেয়ে পক্ষ জানান, 'শাহাবুদ্দীন বিশ্বাসের ছেলে হযরত আলী (২০) সাথে তাদের মেয়ের দীর্ঘদিন প্রেমের সম্পর্কের জের ধরে শারীরিক সম্পর্ক রুপ নেয়। একপর্যায়ে মেয়েটি ৭ মাসের গর্ববতী হলে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মেয়ের বাড়িতে ৭ মাসের অবৈধ সন্তান নষ্ট করতে গেলে পাটকেলঘাটা থানা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে হাতে নাতে ধরে ফেলে। তবে পুলিশ ঘটনা স্থলে যাওয়ার আগে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় সেই মেয়েটি। বাচ্চাটি অসুস্থ হলে সাথে সাথে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন মেয়ে পক্ষ।'
তৈলকূপী গ্রামের ওয়ার্ড মেম্বার আব্দুল হামিদ ও মহিলা মেম্বার মোমতাজ বেগম বলেন ঘটনাটি জানতে পেরে উভয় পক্ষকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ছেলে পক্ষ রাজি হয়নি।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী অহেদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সন্তান নষ্ট করার সময় হাতেনাতে ধরি। পরবর্তীতে মেয়ের পিতার অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুর ৩টার দিকে ওই ছেলেকে গ্রেফতার করি।'
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]