দৈনিক খুলনাঞ্চল পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি সাংবাদিক এস.এম মফিদুল ইসলামের উপর জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং- ১৩।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯ টার দিকে সাংবাদিক মফিদুল ইসলাম তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হন। কুমিরা বাদামতলা সংলগ্ন বাড়ি হতে বের হয়ে রাস্তার উপর উঠলে পূর্ব হতে ওৎ পেতে থাকা কতিপয় ব্যক্তিরা সাংবাদিক মফিদুলের উপর অতর্কিত হামলা চালায়।
পরে স্থানীয়রা সাংবাদিক মফিদুলকে উদ্ধার করে তালা সরকারি হাসপাতালে ভর্তি করেন।
প্রাথমিক চিকিৎসা শেষে মফিদুল ইসলাম বাদী হয়ে ৩ জন আসামীর নাম উল্লেখ পূর্বক পাটকেলঘাটা থানায় এজাহার দায়ের করেন।
এদিকে সাংবাদিক মফিদুল ইসলামের উপর হামলার ঘটনা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলের উপর তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। তারা আসামীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ বিষয়ে কুমিরা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দীন বলেন, এটা রীতিমতো পুরুষ নির্যাতনের শামিল।
কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আহত সাংবাদিক মফিদুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে সুষ্ঠু বিচার চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নিমাই বলেন, আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, থানায় মামলা হয়েছে। আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]