সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানায় ইন্সপেক্টর (তদন্ত) কর্মকর্তা হিসাবে মো. বাবলুর রহমান খান যোগদান করেছেন। ২১ ডিসেম্বর (সোমবার) তিনি এ পদে যোগ দেন।
এর আগে সর্বশেষ পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) কর্মকর্তা হিসেবে কুষ্টিয়ার কুমারখালী থানায় কর্মরত ছিলেন তিনি। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন খুলনায় সফলতা ও দক্ষতার সাথে ৪ বছর দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০০৫ সালে পুলিশে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।
১৯৭৯ সালে খুলনা জেলায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন বাবলুর রহমান। তিনি খুলনা বিএল কলেজ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স পাসের মাধ্যমে শিক্ষা জীবন শেষ করেন।
নতুন ওসি-তদন্ত বাবলুর রহমান বলেন, ‘আমার কর্তব্য কাজে যতই বাধা আসুক না কেন, মাদক ও সন্ত্রাস মুক্ত করতে আমি বদ্ধপরিকর। পাটকেলঘাটা থানায় যোগদানের পরপরই থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শিদ স্যারের নির্দেশনা মোতাবেক একটি হারানো মোবাইল উদ্ধার করেছি। সবার কাছে সার্বিক সহযোগিতা কামনা করি আমি যেন সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সঠিকভাবে দায়িত্ব পালন করতে করতে পারি।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]