হুসাইন বিন আফতাব : ন্যায়ভিত্তিক সমাজ ও জনগণের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করতে “পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন” চালু করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে পিআর পদ্ধতির নির্বাচন অপরিহার্য। সমান সুযোগ ও ন্যায়সঙ্গত প্রতিযোগিতার পরিবেশ ছাড়া কোনো নির্বাচনই জাতির প্রত্যাশা পূরণ করতে পারে না।”
রবিবার (৫ অক্টোবর) দুপুরে শ্যামনগর সরকারি মহসিন কলেজ অডিটরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ ও অধ্যাপক আব্দুল জলিল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সাবেক অধ্যক্ষ এ. ইউ. এম. গোলাম বাবী, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, অধ্যাপক এস এম ফজলুল হক, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক মহসিন আলম, সাঈদী হাসান বুলবুলসহ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল তাঁর বক্তব্যে বলেন, “আজ দেশের রাজনীতিতে নৈতিকতা ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে ন্যায়নিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী সব সময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ নির্ভয়ে মত প্রকাশ করতে পারবে, ন্যায়বিচার পাবে, আর প্রশাসন হবে জনগণের সেবক।”
এসময় তিনি তার বক্তব্যে সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকায় সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকাশিত সংবাদকে “বিভ্রান্তিকর, একপেশে ও উদ্দেশ্যমূলক” বলে তীব্র প্রতিবাদ জানান। সাংবাদিকতার নামে এমন তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার এমন প্রচেষ্টা দুঃখজনক।”
উপাধ্যক্ষ মুকুল আরও বলেন, “আমরা চাই সাংবাদিকতা হোক সত্য, ন্যায় ও জনগণের কল্যাণভিত্তিক। বিভ্রান্তিমূলক সংবাদ সমাজে নেতিবাচক প্রভাব ফেলে, যা পেশাগত দায়িত্ববোধের পরিপন্থী।” “শ্যামনগর উপজেলার উন্নয়নে দীর্ঘদিন অবহেলা করা হয়েছে। উপকূলীয় এই জনপদকে টেকসই উন্নয়নের মূলধারায় আনতে হলে যোগাযোগ, শিক্ষা ও কৃষি খাতে বিশেষ গুরুত্ব দিতে হবে। নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন বাস্তবায়ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নবজাগরণ ঘটবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে। ইসলাম, ন্যায় ও মানবতার রাজনীতিতেই দেশ ও জাতির মুক্তি নিহিত।”
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুই শতাধিক সুধী ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে উত্তরণের জন্য প্রয়োজন সংলাপ, সহনশীলতা ও ন্যায়নিষ্ঠ নেতৃত্বের উত্থান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]