দেবাশীষ চক্রবর্ত্তী: এগিয়ে যাচ্ছে দেশ সেই সাথে সমাজের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা। পিছিয়ে থাকছে না তারা। পুরুষের সাথে সমান তালে তাল মিলিয়ে কাজ করছে নারীরা। কোথায় নেই নারীদের বিচরণ? অফিস থেকে সংসার, মাঠ থেকে আকাশ।
যদিও সমাজ এখনও নারীদের এগিয়ে যাওয়াকে সমর্থন করে না। তার পরও নারীরা তাদের নিজের অবস্থান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টায় অনবদ্দ। তাই ঘরের ভেতোর নারীরা নিজেদের সিমাবদ্ধ না রেখে বিশ্ব জয়ের স্বপ্ন তাদের চোখে। নারীরা চাকরি করছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, বিমান চালাচ্ছে, চাঁদে যাচ্ছে কোথায় নেই তাদের বিচরণ?
এমনি এক দৃশ্য কলারোয়া নিউজের ক্যামেরায় ধরা পড়েছে, জয়নগরে এক অনুষ্ঠানে ৪০ উর্ধো ৩ জন মধ্যো বয়সী নারী ৪শত মানুষের রান্না করছে। তারপরও কমতি ছিলোনা রান্নার স্বাদ। খেতে আসা মানুষদের মুখে মুখে তার রান্নার প্রশংসা।
তাদের পরিচয় জানতে চাইলে তারা জানান, মনজু রানী, কাজলী রানী, বাসন্তী রাণী। তারা বাঁকড়া ইউনিয়নের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা। তারা আরও জানান, মানুষের কল্যানে ও নিজেদের প্রতিভা বিকশিত করার জন্য এ উদ্যোগ তাদের। নিজ এলাকায় ফ্রিতেও তারা রান্না করে থাকেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]