পিরোজপুরের মঠবাড়িয়ায় ছগির পঞ্চাইত (৩৮) নামে এক সৌদি প্রবাসী করোনা উপসর্গ নিয়ে সৌদি আরবের আরবের আল তোরাইব এলাকার একটি হাসপাতালে মৃত্য বরণের খবর পাওয়া গেছে। ছগির পঞ্চাইত উপজেলার সাপলেজা ইউনিয়নের ইসাহাক পঞ্চাইতের ছেলে।
জানা গেছে, ছগির পঞ্চাইত করোনা উপসর্গ নিয়ে ৭/৮ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাপলেজা মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছগির পঞ্চাইতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে তার বড় ভাই ইব্রাহীম খলিল মন্টু সৌদী আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান। মন্টু মঠবাড়িয়ায় একজন জনপ্রিয় সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। মঠবাড়িয়ায় সাংবাদিক সংগঠনের ব্যানারে প্রতি বছর তার মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
সাংবাদিক ইব্রাহীম খলিল মন্টুর ছোট ভাই ছগির পঞ্চাইতের মৃত্যুতে মঠবাড়িয়ায় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিকসহ সর্ব স্তরে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]