পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে গোয়াল ঘরে গরুর খাবারে কীটনাশক দিয়ে গরু মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ৮ জুন রাত ৯ টার দিকে উপজেলার গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গোয়াল ঘরে মোট ৫টি গরু ছিল।এর মধ্যে ২টি মারা গেলেও আরও ৩টির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বাদল গরু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান।
নুরুল ইসলাম বলেন,অভিযোগকারীর সন্দেহ, অভিযুক্তরা পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটাতে পারে।উভয় পক্ষই একই বাড়ির।তারা এর আগেও একে অপরের বিরুদ্ধে মামলা করেছেন এবং সেসব মামলা এখনও চলমান আছে।
তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মোঃ নোমান বলেন,মৃত গরুর ময়না তদন্ত সম্পন্ন করতঃ মতামত পাওয়ার জন্য উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার নিকট আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অগ্রগামী করা হয়েছে। সুত্রোক্ত জিডির তদন্তের স্বার্থে মৃত গরু দু'টির ময়না তদন্ত করতঃ মৃত্যুর কারন জানা একান্ত প্রয়োজন।
গরুর মালিক মৃত আঃ ছত্তার হাওলাদার এর পুত্র মোঃ মালেক ফরাজীর (৫২) অভিযোগ, ঘটনার তারিখ সন্ধ্যার সময় প্রতিদিনের ন্যায় আমার ৫টি গরু গোয়াল ঘরে আনিয়া রাখি এবং গরুগুলোকে খাবার দেই।রাত অনুমান ৯টার সময় গরুগুলো অসুস্থ হয়ে পড়ে এবং ২টি দুগ্ধবতী গাভী মৃত্যুবরণ করে যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।
একই বাড়ির এবং প্রতিবেশী মৃত হাসেম ফরাজীর পুত্র সৈয়দ ফরাজী (৪৮) এবং মৃত আতাহার ফরাজীর পুত্র মোঃ নান্না ফরাজী (৪৫) গং এ ঘটনা ঘটিয়েছে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]