দেশে পিয়াজের যথেষ্ট মজুদ আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আতঙ্কিত হয়ে বেশি পেঁয়াজ কিনবেন না।
মন্ত্রী বলেন, দেশে দুই কারণে পিয়াজের দাম বাড়ছে। প্রথমত, ভারত হঠাৎ রফতানি বন্ধ করে দেয়ায় দেশের বাজারে চাপ বেড়েছে। দ্বিতীয়ত, ‘পেনিক বায়িং’ তথা আতঙ্কিত হয়ে বেশি পরিমাণ পিয়াজ কিনছেন ক্রেতারা।
বুধবার বেলা সোয়া ২টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, দুই থেকে তিন মাস চলার মত পর্যাপ্ত পিয়াজ আছে দেশে। তাই আতঙ্কিত হয়ে বেশি পিয়াজ কিনবেন না। এক মাসের মধ্যে অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া ভারত রফতানি বন্ধ করে দিয়েছে এ খবরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরাও পরিস্থিতির সুযোগ নিচ্ছে বলে মনে করেন তিনি।
মন্ত্রী বলেন, বিকল্প বাজার তথা মিয়ানমার, তুরস্ক, মিশর ও চীন থেকে পিয়াজ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে তুরস্ক থেকে আমদানি করতে এলসি খোলা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রয়োজনে টিসিবির মাধ্যমে এক লাখ টন পিয়াজ আমদানি করা হবে। সময় পেলে এক মাসের মধ্যেই বাজার স্বাভাবিক করতে পারব।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]