পুরাতন সাতক্ষীরা দক্ষিণ পাড়া আহলে হাদিছ জামে
মসজিদের দ্বিতীয় তলার সম্প্রসারিত নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দক্ষিণ পাড়া আহলে হাদিছ জামে মসজিদ
পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল আলিম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে আহলে হাদিছ জামে মসজিদের দ্বিতীয় তলার সম্প্রসারিত নির্মাণ কাজের
উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি
বলেন,“মসজিদ আল্লাহর ঘর। মুসলমানদের জন্য পবিত্র ও ইবাদতের জায়গা। আমার
সদর নির্বাচনী এলাকার প্রায় সকল মসজিদ ও মন্দিরের নির্মাণ কাজের জন্য
বরাদ্ধ দিয়েছি। এ মসজিদেও ৩ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। তিনি আরো
বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ্যের সৈনিক। বঙ্গবন্ধু যেমন
অসাম্প্রদায়িক চেতনায় কাজ করেছেন। বঙ্গবন্ধু ইসলামীক ফাউন্ডেশন প্রতিষ্ঠা
করেছেন এবং টঙ্গির তুরাগ নদীর পাড়ে বিশ^ এস্তেমার জন্য জমি দিয়ে গেছেন।
এসময় উপস্থিত সকলের নিকট বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবারের আত্মার মাগফিরাত
কামনা করেন এবং সেই সাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু
কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ
সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ
আইনুল হক নান্টা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান,
পল্লী চেতনার নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান, সদর সাব রেজিষ্টার মো.
মশিউর রহমান, দক্ষিণ পাড়া আহলে হাদিছ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ
সম্পাদক মো. রবিউল ইসলাম, আকবর প্রমুখ। দোয়া ও আলোচনার মধ্য দিয়ে পুরাতন
সাতক্ষীরা দক্ষিণ পাড়া আহলে হাদিছ জামে মসজিদের দ্বিতীয় তলার সম্প্রসারিত
নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও
এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]