এক মাসের নানা নাটকীয়তার পরও শেষরক্ষা হয়নি, শনিবার মধ্য রাতের অনাস্থা ভোটেই ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ হারাতে হয়েছে। ইমরান খানকে গদিচ্যুত করতে পেরে উচ্ছ্বাস করছে দেশটির বিরোধীরা।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজ এক টুইট বার্তায় বলেছেন, ‘ভালোবাসার পাকিস্তানের দুঃস্বপ্নের রাত শেষ হয়েছে। এখন পুনর্গঠনের সময় শুরু।
পিএমএল-এনের আরেক নেতা খাজা সাদ রফিক এই ভোটকে স্বাগত জানিয়ে ইমরান খানের স্লোগান নয়া পাকিস্তানকে কটাক্ষ করে বলেছেন, ‘পুরানা পাকিস্তানে আপনাদের স্বাগতম। ’
পাকিস্তানের সমাজকর্মী আমার আলি জান বলেছেন, সংবিধানকে নস্যাৎ করা ষড়যন্ত্র পরাজিত হয়েছে। ’
আইনজীবী রিমা ওমের জানিয়েছেন, ‘অসম্মানজনক সংস্কর প্রকল্পের শেষ হয়েছে, যা গণতন্ত্রকে কয়েক ধাপ পিছিয়ে দেবে। ’
সূত্র: ডন
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]