চার দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে।
সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার কারণে বন্ধ ছিল আমদানি-রফতানি।
মঙ্গলবার সকালে বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চার দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও আমদানি-রফতানি শুরু হয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজা উপলক্ষে চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় তা সচল হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]