গোল্ডেন ডাক দিয়ে সিরিজ শুরু করা লিটনের দ্বিতীয় ম্যাচও সুখের হলো না। এদিনও প্যাভিলিয়নে ফিরেছেন খালি হাতেই। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ওপেনার।
লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার করা প্রথম ওভারে স্কয়ার লেগে সহজ ক্যাচ তুলে দেন তিনি। তখন দলের খাতায় যোগ হয়নি কোনো রান।
এরপর শান্তকে সঙ্গে দিয়ে শুরু ধাক্কা সামাল দিচ্ছেন সৌম্য সরকার। তবে শান্তর রানের চাকা ঘুরছে ছয়ের ওপরে। আর খানিকটা ধীরস্থির রয়েছেন সৌম্য।
ইতিমধ্যে ৩১ বল খেলে ছয়টি বাউন্ডারিতে ৩৪ রানে ব্যাট করছেন শান্ত। আর ২৬ বলে পাঁচ বাউন্ডারির সাহায্যে ২৭ রানে ব্যাট করছেন সৌম্য।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৬৪ রান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]