'দৈনিক ভোরের ডাক', 'কলারোয়া নিউজ' ও 'সাতক্ষীরা টাইমস ২৪ ডটকম' অনলাইন নিউজ পোর্টালসহ কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকায় গত ২৭ ও ২৮ জানুয়ারী প্রকাশিত 'কলারোয়ায় মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় কলেজ শিক্ষক নিহত' ও 'কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক মফিজুল নিহত'- এই শিরোনামের সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে কলেজ শিক্ষক মফিজুল ইসলাম সড়ক দূর্ঘটনায় এক ডাম্পার ট্রাক্টরের সংঘর্ষে নিহত হয়েছে- এই সংবাদটি সঠিক। তবে দমদম বাজারের পাশ্ববর্তী এনবি ব্রিকসের মাটি বহনকারী অবৈধ ডাম্পার ট্রাক্টরের সাথে দূর্ঘটনায় শিকার হয় মোটরসাইকেলটি বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে সেটি সঠিক না। প্রকৃতার্থে যে ডাম্পার ট্রাক্টরের সাথে দূর্ঘটনাটি ঘটেছে সেটি এনবি ব্রিকসের মাটি বহনের কাজে কখনও ব্যবহার করা হয় না বা দূর্ঘটনার দিন ভাটায় কোন মাটি তোলার কাজ করা হয়নি।
প্রতক্ষ্যদর্শীদের তথ্য মতে সাংবাদিকবৃন্দ যে, এনবি ব্রিকসে মাটির কাজে ব্যবহৃত ট্রাক্টরের কথা উল্লেখ করেছেন সেই তথ্যের আমরা প্রতিবাদ জানাচ্ছি।
এনবি ব্রিকসের স্বত্বাধিকারীর পক্ষে
অসীম রায়
দমদম,
কলারোয়া, সাতক্ষীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]