প্রচন্ড গরমে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় আব্দুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রাজগঞ্জ-যশোর সড়কের রোহিতা বাজার এলাকায় বাসের ভিতর এঘটনা ঘটেছে।
আব্দুর রহমানের বাড়ি উপজেলার চাকলা গ্রামে।
সংবাদ পেয়ে নিহতর স্বজনেরা মরাদেহটি বাড়িতে নিয়ে আসেন।
জানা গেছে- নিহত আব্দুর রহমান ও তার স্ত্রী সকালে যশোরে চক্ষু ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাজগঞ্জ-পুলেরহাট যশোর সড়কের বাসে উঠে। এরপর বাসের ভিতরে প্রচন্ড গরমে যশোর যাওয়ার পথে রোহিতা বাজার নামক স্থানে পৌছালে বৃদ্ধ আব্দুর রহমান মারা যায়। এরপর বাস কর্তৃপক্ষ মরাদেহটি রোহিতা বাজারে নামিয়ে রেখে যায়। এসময় নিহতর স্ত্রী সাথে ছিলো।
রোহিতা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান জানান- ওই বৃদ্ধর মৃত্যুর পর গাড়ি থেকে লাশটি রোহিতা বাজারে নামায় রাখা হয়। আমরা পরে জানতে পারি তার বাড়ি চাকলা এলাকায়।
মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন- বিষয়টি আমি শুনেছি, কিন্তু নাম-ঠিকানা জানি না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]