প্রচন্ড রোদ আর তাপদাহে অতিষ্ঠ ও বিপর্যস্থ হয়ে পড়েছে সাতক্ষীরার কলারোয়ার জনজীবন। এর সাথে যোগ হয়েছে ধুলোবালির হাঙ্গামা। ফলে রোদ, তাপ আর রাস্তার ধুলায় সাধারণ মানুষ আর পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। চরম বিপাকে পড়ছেন দিনমজুর পেশার মানুষেরা।
বাইরের কাজকর্ম সম্পাদন করতে হিমশিম খেয়ে যাচ্ছেন প্রায় প্রতিটি মানুষ। মানুষের পাশাপাশি জীবযন্তুও রোদ আর তাপদাহে হাসফাস খেতে দেখে গেছে। খুব বেশি প্রয়োজন না হলে অনেকে ঘরের বাইরে বের হচ্ছেন না।
দুপুরের দিকে পিচঢালা রাস্তা অনেকটা ফাঁকা থাকতে দেখা যাচ্ছে।
চলতি রমজান মাসে এমন তাপদাহের মাঝে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রোজাদাররা তাপ-রোদ উপেক্ষা করে ধর্মকর্ম পালন করছেন।
গত কয়েকদিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা রোদ আর তাপে ক্লান্ত হয়ে পড়তে দেখা গেছে অনেককে।
এদিকে, রোদ-তাপে মাত্রাতিরিক্ত গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলেও জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]