নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ ২০২১ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও র্যালি করেছে ব্র্যাক। সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে ব্র্যাক নারী নির্যাতন নির্মূল করণে প্রচারিভিযান পক্ষ উদযাপন করছে।
দেশব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় ব্র্যাক সাতক্ষীরা অফিসের উদ্যোগে বুধবার দুপুরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা ও সেখান থেকে র্যালি করে শত শত নারী পুরুষ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক সাতক্ষীরা জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদ।
সভাপতিত্ব করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক হুমায়ুন কবির।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম শফিউল আজম তার বক্তৃতায় বলেন, নারীর মর্যাদা প্রতিষ্ঠা মানেই মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা। নারী মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য সচেতনতা অনেক জরুরী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]