তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর হস্তক্ষেপে বন্ধ হলো খলিলনগর ইউনিয়নের হাজরাকাঠি প্রাইমারী স্কুল থেকে নুরুল্লাপুর, ফতেপুর সড়ক নির্মাণের কাজ। শুক্রবার (৭ এপ্রিল) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। এর আগে সড়ক নির্মানণ নিম্নমানের বালু, ইট ব্যবহার করায় বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করলে চেয়ারম্যান কাজটি বন্ধ করে দেয়। কিন্তু ঠিকাদার কোনো কিছু তোয়াক্কা না করে সড়ক নির্মাণের কাজ করতে থাকে। জনগণের কথা চিন্তা করে চেয়ারম্যান গতকাল ৬ই এপ্রিল,২০২৩ ( বৃহস্পতিবার) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (পিডি) বরাবর লিখিত আবেদন করেন। আজ তালা উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে সতত্যা যাচাই করে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেয়।
এবিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলেন, পরবর্তীতে প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রক্কালন অনুযায়ী মান নিশ্চিত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
এবিষয়ে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, কিছুদিন আগে উক্ত রাস্তা নির্মাণে অনিময়ের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে আমি তাৎক্ষনিক প্রকল্পটির কাজ বন্ধ করে দেয়। কিন্তু আমি দাপ্তরিক কাজে ঢাকায় থাকায় ঠিকাদার আবার কাজ শুরু করে। এলাকাবাসীর কথা চিন্তা করে আমি গতকাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মহোদয় বরাবর লিখিত আবেদন করলে আজ উপজেলা প্রকৌশলী, তালা মহোদয় সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]