আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী কর্তৃক পক্ষপাতদুষ্ট রায় ঘোষণা করে বিবাদী পক্ষের জমির স্বত্ব নস্যাৎ ও সংঘাতের দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে রায় বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে প্রতাপনগরের দিঘলার আইট জোয়ার্দার বাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করে রায়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লিয়াকত আলী জোয়ার্দার, জামিরুল ইসলাম, আকবর আলী জোয়ার্দার ও জাহানারা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, আমরা চাকলা তেলিখালি মৌজায় ডিএস ১৩৮ নং খতিয়ানে রেকর্ডীয় মালিক সোনাই জোয়ার্দার ও ২১১ নং এস এ খতিয়ানে রমজান রমজান জোয়ার্দার দিং এর ওয়ারেশ গন। আমাদের বসত ভিটা ও বেশ কিছু বিলান জমি আইলা জলোচ্ছ্বাসে নদী ভাঙনের ফলে খাল ও খানাখন্দে পরিনত হয়েছে।
আমাদের পৈত্রিক সম্পত্তি দীঘলার আইট গ্রামের মৃত মুজিবর ঢালীর ছেলে আনারুল ইসলাম দখল করতে এলে গত বছরের ২ নভেম্বর ইউনিয়ন পরিষদে অভিযোগ দাখিল করা হয়।
ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বর্তমান জমির অবস্থা বিবেচনা না করে এস এ খতিয়ান দেখে বর্তমান ভিটা বাড়িতে আমাদের অধিকার নেই বলে পক্ষপাতদুষ্ট রায় প্রদান করে দু'পক্ষেকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন। আমরা পক্ষপাতদুষ্ট এ রায়ের প্রতিবাদ জানিয়ে পুনরায় তদন্ত পূর্বক রায় ঘোষণা করার দাবি জানাচ্ছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]