আর্থিক প্রতারণার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হলেন বলিউড অভিনেত্রী রিমি সেন। তিনি মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার রৌণক যতীন ভ্যাস নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ রুপি প্রতারণার অভিযোগ এনে মামলা করেছেন।
বিনিয়োগের নাম করে ঠকানো হয়েছে দাবি করে রিমি বলেন, তিন বছর আগে আন্ধেরির এক জিমে তার সঙ্গে যতীন ভ্যাস নামে ওই প্রতারকের আলাপ হয়। তার কিছু দিন পরে ভ্যাস রিমিকে তার একটি নতুন ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগের প্রস্তাব দেন।
প্রতিশ্রুতি দেন ২৮ থেকে ৩০ শতাংশ লাভ আসবে সেই বিনিয়োগে। নিজের প্রযোজনা সংস্থার টাকায় ওই বিনিয়োগ করেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, লাভের কোনও টাকাই পাননি তিনি। ফেরত পাননি বিনিয়োগের টাকাও।
অভিযোগ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও যতীন ভ্যাসের কাছ থেকে কোন টাকা ফেরত পাননি রিমি। একাধিকবার তাকে কল করলেও অভিনেত্রীর ফোনকল উপেক্ষা করতে থাকেন ওই প্রতারক। এরপরই ফোন বন্ধ আসে। এতে রিমির বুঝতে বাকি থাকে না, ব্যবসায়ী পরিচয়ের আড়ালে যতীন মূলত একজন প্রতারক।
সেটা বুঝতে পেরেই আইনের আশ্রয় নেন রিমি। পুলিশ যতীনকে ধরতে অভিযান চালাচ্ছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]