কলারোয়ায় এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আরেক প্রতিবন্ধী।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছি বাজারে স্থানীয় দিনমজুর কবিরুল ইসলামের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী রুবিনা খাতুন'কে নিজের হুইল চেয়ার উপহার দেন বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার কর্মকর্তা রুহুল কুদ্দুসের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তৌফিকুর রহমান।
স্থানীয় সীমান্ত প্রেসক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় কেঁড়াগাছি বাজারে আরিশা মেডিসিন হাউজের সম্মুখে ঐ হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের পরিচালনা পর্ষদের সভাপতি ও সীমান্ত প্রেসক্লাবের উপদেষ্টা, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র।
সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অহিদুজ্জামান খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত অনাড়ম্বর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, কেঁড়াগাছি খালধার জামে মসজিদের সভাপতি রুপচাদ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত বক্তাবৃন্দ এমন মানবিক কর্মকাণ্ডের জন্য সীমান্ত প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]