নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেখ মেহেদী হাসান সুমন ও শ্যামনগরে সাইদুজ্জামান সাঈদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শেখ মেহেদী হাসান সুমন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৩৪৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সদ্য বিদায়ী চেয়ারম্যান সাঈদ মেহেদী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৯শ’ ৪৫ ভোট। ৭৯টি কেন্দ্রের সবক’টি কেন্দ্রের ফলাফলে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে, শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৯২ টি ভোট কেন্দ্রে সাইদুজ্জামান সাঈদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫১ হাজার ৩৫১ ভোট , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা বাংলা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৩৭৪ ভোট।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]