প্রধানমন্ত্রী'র আর্থিক সহায়তায় এলাকার অসহায় শীতার্থদের মাঝে কম্বল(শীতবস্ত্র) বিতরন করেছেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে প্রায় ২০০ জন অসহায় শীতার্থদের মাঝে চেয়ারম্যান তার অফিস কার্যালয়ে এ সকল কম্বল (শীতবস্ত্র) বিতরন করেন। করোনা সংক্রমন রোধে বিধি-নিষেধ মেনে এ সকল বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।
কলারোয়া উপজেলা পরিষদ অফিস কার্যালয় থেকে জানা গেছে, এবারের শীতকালীন শুরু থেকেই গরীব এবং অসহায় শীতার্থদের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে অত্র উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন এবং উপজেলা ঘিরে পর্যায়ক্রমে গরীব এবং অসহায়দের মাঝে কম্বল (শীতবস্ত্র) বিতরনের উদ্যোগ নিয়েছেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
এব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, জনগনের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। স্বাধীনতার স্বপ্নে বোনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র সোনার বাংলাদেশ গড়তে কাজ করছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ শীতে অসহায় গবীর মানুষের পাশে এসে দাড়িয়েছেন। অসহায় এবং দু:স্থ মানুষেরা যাতে এই শীতের সময় কোনপ্রকার কষ্ট না পান তার জন্য তিনি প্রয়োজনীয় আর্থিক বরাদ্ধ রেখেছেন। কলারোয়া উপজেলার প্রতিটি অসহায় এরং দু:স্থদের মাঝে শীতের শুরু থেকেই কম্বল(শীতবস্ত্র) বিতরন করা হচ্ছে।
বিতরন কার্যক্রমকালীন সময় আ.লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-থানা'র সাধারন সম্পাদক-আলীমুর রহমান,থানা আ.লীগের সাবেক আহবায়ক- সাজেদুর রহমান খান চৌধুরী সহ স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]