প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদেশি নিষেধাজ্ঞা বা ভিসানীতি নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন দলের লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘এই সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে, সেজন্য তারা (বিরোধীদল) তাদের বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তবে আমাদের প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা বা ভিসানীতি নিয়ে মাথা ঘামান না।’
তিনি বলেন, ‘বিরোধীরা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞার আশা করছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নিষেধাজ্ঞা বা ভিসানীতি নিয়ে চিন্তিত নন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চাই। কিন্তু রাজনীতিকে যদি কেউ সন্ত্রাস, সংঘাত ও সহিংসতার উপাদান যুক্ত করে তখন সেখানে উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় যা যা করতে হবে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য আমাদের সব কিছুই করতে হবে।’
তিনি বলেন, ‘কিছু প্রশাসনিকভাবে মোকাবিলার প্রশ্ন আছে। কিছু দলীয় যে কর্মসূচি রয়েছে, ওদের আন্দোলন মোকাবিলা আমরা করেছি, নির্বাচনকে সামনে রেখে, এখনো আমাদের কর্মসূচি যথারীতি চলবে। রাজনীতি তো আর বন্ধ থাকবে না। তবে আমরা বিরোধীদলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চাই।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]