মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন মাদ্রাসা শিক্ষকরা।
আগামী রোববার বেলা ১১ টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ যাত্রা করবেন তারা।
শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আল আমিন জানান, মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে গত ১৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হচ্ছে।
কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেনি। এ কারণে আগামী ২৬ জানুয়ারি রোববার অবস্থান ধর্মঘট থেকে সব শিক্ষককে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে এবং স্মারকলিপি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামছুল আলম, নির্বাহী সদস্য খোরশেদ আলম, মাওলানা জহুরুল আলম প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]