নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ছাড়া বিকল্প নেই।
সোমবার (১৭ মার্চ) নির্বাচন ভবনে ইসলামি সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) ১৯ দেশের বাংলাদেশ মিশন প্রধানদের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অবহিত করতে বৈঠকে করে নির্বাচন কমিশন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার বলেন, প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর মধ্যে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প আছে বলে মনে হচ্ছে না। প্রক্সি ভোট ছাড়া অন্য কোনো বিকল্প নেই প্রবাসী ভোট নিয়ে। বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসী ভোট নিয়ে কথা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন প্রস্তুতি নিয়ে কথা হয়েছে।
তিনি বলেন, প্রক্সি ভোটিং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সেনাদের জন্যও আছে, পাশাপাশি ইইউভুক্ত দেশ ফ্রান্স, নেদারলেন্স, বেলজিয়ামসহ কয়েকটি দেশেও প্রক্সি ভোটিং সিস্টেম আছে। আমাদের দেশে শারীরিক অক্ষম যারা তারা তো আরেকজনের সহায়তা নিয়ে ভোট দিয়েই থাকেন। আমরা এখন জমিজমাও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে বিক্রি করি। আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে।
ভোটের সম্ভাব্য সময় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচন কমিশনের প্রস্তুতি, ইসির জনবল সক্ষমতা, উন্নয়ন কার্যাবলি, যেগুলোর সঙ্গে উনারা রেলিভেন্ট সেগুলো নিয়েই আলোচনা হয়েছে।
গেল নির্বাচনগুলোর কাঠামো নিয়ে কোনো আলোচনা হয়েছে কি জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি। আমরা অতীতে আর হাঁটতে চাই না, আমরা সামনে এগোতে চাই এবং ভালো গণতান্ত্রিক দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]