টাঙ্গাইলের কালিহাতীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক মেম্বারের বিরুদ্ধে। তবে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ এলে রক্ষা পান ভুক্তভোগী গৃহবধূ।
বুধবার উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মোশারফ মিয়া। তিনি উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)। নির্যাতনের শিকার গৃহবধূ একই গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী গৃহবধূ জানান, ইউপি সদস্য মোশারফ সম্পর্কে তার মামা হন। তবু স্বামী বিদেশে থাকায় দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিচ্ছিলেন মোশারফ। রাজি না হওয়ায় ভয়ভীতি ও বাড়ি থেকে একাধিকবার উচ্ছেদের চেষ্টা করেন তিনি। সম্প্রতি রমজান মাসে সেহেরির রান্না করার সময় এক বন্ধুকে নিয়ে এসে ধর্ষণের চেষ্টা করেন মোশারফ। তখন চিৎকারে তারা পালিয়ে যান। এ ঘটনায় টাঙ্গাইল আদালতে মামলা করলে মোশারফ ক্ষিপ্ত হয়ে উঠে তাকে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন।
স্থানীয়রা জানায়, ইউপি সদস্য মোশারফ মিয়া এলাকায় অনেক প্রভাবশালী। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পান না। ওই প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়া নিয়ে এলাকায় সালিশও হয়েছিল। এরপরও যেভাবে মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে নির্যাতন করা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
এ বিষয়ে ইউপি সদস্য মোশারফ মিয়া বলেন, আমার পরিবারের ওপর হামলা করায় তাকে গাছে বেঁধে রাখা হয়। তবে তিনি কুপ্রস্তাবের বিষয়টি অস্বীকার করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ঘটনাটি শোনা মাত্রই তাকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]