কলারোয়ায় পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার কাজিরহাট গার্লস হাইস্কুলে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রাণি স্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, ‘গরু-ছাগলসহ গৃহপালিত পশুপাখি প্রান্তিক জনগোষ্ঠির আর্থিক সংস্থানের অন্যতম প্রধান মাধ্যম। একই সাথে বিভিন্ন প্রাণি খামার করে অর্থনৈতিক স্বচ্ছলতা পাচ্ছেন অনেকে। সুতরাং প্রাণি স্বাস্থ্যের উপর সুনজর রাখা কর্তব্য।’
ইয়ন এ্যানিম্যাল হেল্থ প্রা. লিঃ আয়োজিত ওই সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকার ৩০জন পল্লী প্রাণি চিকিৎসক অংশ নেন।
উপজেলা পল্লী প্রাণি চিকিৎসক এ্যাসোসিয়েশনের সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইয়ন এ্যানিমেল হেল্থ প্রা. লি.-এর খুলনা, বরিশাল ও ঢাকা একাংশের আরএসএম মো. সায়েম আলী, এএসএম (খুলনা) অসীম কুমার, টিএফ (সাতক্ষীরা) সুব্রত গোলদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক প্রতিষ্ঠানের এফএ (কলারোয়া) খবির হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]