প্রার্থীতা প্রত্যাহার করলেন কলারোয়ার ৯নং হেলাতলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা সরদার মুনসুর আলী।
সোমবার (২২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসার ও হেলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছে প্রার্থীতা প্রত্যাহারের আবেদনপত্রের চিঠি দেন সরদার মুনসুর। আবেদনটি ইতোমধ্যে গৃহীত হয়েছে। তার দাখিলকৃত মনোনয়ন পত্রের ক্রমিক নং ছিল হেলাতলা চে/০২ তারিখ ১৪ মার্চ ২০২১।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস।
গত ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে হেলাতলা ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন যুবদল নেতা সরদার মুনসুর। তবে বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এবারের ইউপি নির্বাচনে অংশগ্রহন না করার কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও শেষমেষ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি।
সরদার মুনসুর জানান, ‘দলের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছি। আমি ব্যক্তিগত ও শারীরিক অসুস্থ্যতার কারণে নির্বাচন থেকে দুরে সরে গেলাম।’
তিনি আরো জানান, ‘আমি বিগত দিনে আমার ইউনিয়নবাসীর পাশে ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।’
এদিকে, এর আগে উপজেলা ছাত্রদল ও স্থানীয় যুবদলের কয়েকজন নেতৃবৃন্দকে নিয়ে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন সরদার মুনসুর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]