যশোরের ১৩জন সাংবাদিক, প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন দৈনিক যশোর পত্রিকার রাজগঞ্জ প্রতিনিধি ও রাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ হেলাল উদ্দিন, ঝাঁপা প্রতিনিধি ডাঃ সিরাজুল ইসলাম।
বিবৃতিদাতারা প্রেসক্লাব যশোরের নতুন ১৩জন সাংবাদিকসহ যশোর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের শুভেচ্ছা ও সুস্থ্যতা কামনা করেছেন।
উল্লেখ্য, প্রেসক্লাব যশোরের নতুন সদস্য পদ প্রাপ্তরা হলেন- ইন্দ্রজিৎ রায় (যুগান্তর/প্রতিদিনের কথা), আকরামুজ্জামান (লোকসমাজ/চ্যানেল আই), মিজানুর রহমান মিলন (লোকসমাজ), শেখ জালাল উদ্দিন (নয়াদিগন্ত), তবিবর রহমান (সমাজের কথা/আলোকিত বাংলাদেশ), গালিব হাসান পিল্টু (দৈনিক কল্যাণ/সুবর্ণভূমি), মো. রেজাউল করিম রুবেল (দৈনিক যশোর/সময়ের আলো), হাসফিকুর রহমান পরাগ (সমাজের কথা/যুগান্তর), সাজ্জাদুল কবীর মিটন (গ্রামের কাগজ), ফয়সল ইসলাম (গ্রামের কাগজ), আয়ুব হোসেন (দৈনিক কল্যাণ), সুনীল কুমার ঘোষ (সমাজের কথা) এবং মো. মারুফ কবীর (দৈনিক স্পন্দন)।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]