সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সার্কিট হাউজে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন, অর্থ-সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সদস্য আসাদুজ্জামা মধুু, ফয়জুল হক বাবু প্রমুখ।
এসময় প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিচারপতি একেএম আব্দুল হাকিমকে পুস্পস্তবক অর্পণের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এপেশার অমর্যাদা হয়, এমন কোন কর্মকান্ডে কারো জড়িত থাকা উচিৎ নয়। এছাড়া সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখা উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]