প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম’র ৭৩তম জন্ম বার্ষিকী আজ। তিনি ১৯৪৮ সালের ১লা এপ্রিল সাতক্ষীরা জেলাধীন তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামে জন্মগ্রহণ করেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। এই বীর সেনানী জীবদ্দশায় অসাম্প্রদায়িক রাজনীতিক হিসেবে সমাজ পরিবর্তনের ও দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিপ্লবী আদর্শের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কয়েকবার কারা বরণ করেন। ১৯৭১ সালে তালা থানার মুজিব বাহিনীর প্রধান হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন। তার নির্দেশনায় কপিলমুনি রাজাকার ঘাঁটি আক্রমণ ও সফলতা অর্জন করেন। তিনি গত ৫ জুলাই ২০১১ খ্রিঃ মঙ্গলবার না ফেরার দেশে চলে যান। এই বীর সেনানীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা মোড়ল আঃ সালাম ফাউন্ডেশন তালা উপজেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় তালা প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]