পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (RERMP-3) এর আওতায় মুলঘর ইউনিয়নে ১০ জন মহিলা কর্মরত। তাদের দায়িত্ব হচ্ছে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ করা। করোনা কালীন সময়ে অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পেলেও ঐ সকল মহিলারা জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের জীবন-জীবিকার তাগিদে দেদারছে কাজ করে যাচ্ছে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।তা সত্ত্বেও মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান হিটলার গোলদার বেআইনি ভাবে ক্ষমতার অপব্যবহার করে গ্রামের অসহায় দরিদ্র নারীদের তাদের দায়িত্বের মধ্যে পড়ে না এমন কাজ করাচ্ছে। তাদেরকে দিয়ে ভারী কাজ করানো হচ্ছে। কলকলিয়া বাজারে মাটি ভরাটের কাজ কার নির্দেশে করা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে ওই মহিলারা জানান যে, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদেরকে এখানে কাজ করতে বলেছেন।
ফকিরহাটের মুলঘর ইউনিয়ন এর ইজারাকৃত কলকলিয়া বাজারের রক্ষণাবেক্ষণ কাজে তাদেরকে ব্যবহার করছে। জনৈক হরিদাস বাংলা ১৪২৭ সনের কলকলিয়া বাজারের ইজারাদার।ইজারাদারের নিকট থেকে সুবিধা নেওয়ার জন্যই নাকি এমনটি করা হচ্ছে বলে এলাকাবাসী জানান! বাজার ইজারাকৃত মূল্যের ১৫% টাকা হাট-বাজার রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করার বিধান থাকলেও ওই অর্থ খরচ না করে অন্য প্রকল্পের মহিলাদের দিয়ে বাজারের কাজ করানো হচ্ছে। ওই চেয়ারম্যান একের পর এক অনিয়ম, দুর্নীতি এবং বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে এবং আসছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]