ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামের মতিয়ার মোল্লার পুত্র ডলার মোল্লা ওরফে ডলার জি আর-মামলায় বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, (ফকিরহাট) বিজ্ঞ বিচারক এর আদালতে সারেন্ডার করলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
ডলার ওই মামলার ১ নং আসামী ছিল। তার বিরুদ্ধে ফকিরহাট থানায় একাধিক মামলা রয়েছে। জি, আর-৫০/১৩, জি, আর- ৫২/১৩, জি,আর-৫৩/১৩, জি,আর-১২৭/১৭, জি,আর-৮৯/২০। সকল মামলায় ডলার এজাহার ভুক্ত আসামি। ফকিরহাট মডেল থানার মামলা নং ১৭,তারিখ ২৪/৫/২০২০। খুন করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দ্বারা গুরুতর জখম ও শীলতাহানি মামলার পলাতক আসামী ছিল সে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]