ফকিরহাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান প্রেস ব্রিফিং এবং মতবিনিময় করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তার অফিসে বৃহস্পতিবার বেলা ১২টায় প্রেস ব্রিফিং ও মতবিনিময়ের এ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিংয়ের প্রতিপাদ্য বিষয় ছিল মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে। উপজেলা নির্বাহি অফিসার প্রেস ব্রিফিংয়ে বলেন "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা" মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রম চলমান। সারা দেশের ন্যায় ফকিরহাট উপজেলার মোট ৩০ টি গৃহের বরাদ্দ হয়েছে। প্রতিটি গৃহের নির্মাণ কাজে ব্যয় বরাদ্দ হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার টাকা। এতে একটি আধাপাকা ঘরের দুটি কক্ষ, উপরে রঙিন টিন, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি ইউটিলিটি স্পেস রয়েছে। যা ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের সার্বক্ষণিক তদারকি ও সম্পৃক্ত রেখে গুণগতমান বজায় রেখে কাজ সম্পন্ন করা হয়েছে। নির্মাণ কাজ চলাকালীন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক উপ সচিব জনাব সাবিনা ইয়াসমিন সরেজমিন পরিদর্শন করেছেন। যা আগামী ২৩ জানুয়ারি শনিবার সকাল ১০:৩০ ঘটিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে এ ঘর সমূহ উদ্বোধন করবেন বলে তিনি জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি কাজী ইয়াসিন, সহ-সভাপতি শেখ ওবায়েদ হাসান রনি, শেখ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক খান মোঃ আল আউয়াল মনি, অর্থ সম্পাদক শেখ সৈয়দ আলী, সাংবাদিক মান্না দে,শেখ নাসির উদ্দিন, পি কে অলোক, এম জাকির হোসেন সহ ফকিরহাটে কর্মরত সাংবাদিক বৃন্দ। এসময়ে ইউএনও মাদকের প্রতি জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে এবং বাল্য বিবাহ বন্ধ সহ ফকিরহাটের বিভিন্ন উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের তথ্য দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]