ফকিরহাটে খরিফ-১/২০২১-২২ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১২ এপ্রিল (সোমবার) দুপুর ১টায় উপজেলা অডিটরিয়ামে এদিন ১৭০জনের কৃষকদের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার ও ৪টি ধানকাটা ম্যাশিন বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, সুমন বাগচী, বিপুল পাল, অভিজিৎ গাইন, বেল্লাল হুসাইন, প্রদীপ মন্ডল, দেবদাশ বালা, শরিফুল হক প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]