ফকিরহাটে কোভিড-১৯ এর টিকা প্রদান গত রবিবার থেকে শুরু হয়েছে। তবে করোনা ভাইরাস প্রতিরোধের এই ভ্যাকসিন নিতে আগ্রহ কম দেখা যাচ্ছে এ উপজেলায়। সরকারি নিয়ম অনুযায়ী প্রথমে ৫৫ বছর থেকে বেশী বয়সী সাধারন ব্যক্তিরা কোভিড-১৯ টিকা গ্রহন করতে পারবে। পরবর্তীতে ৪০ বছর। বয়স থেকে টিকা গ্রহন করতে পারবে বলে জানা গেছে স্বাস্থ্য বিভাগ থেকে। সকলকে উৎসাহ দেওয়ার জন্য জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মীরা টিকা নিয়েছেন। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার টিকা নিলেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, বাহিরদিয়া মানসা ইউপি চেয়ারম্যান মো রেজাউল ফকির,গনমাধ্যমকর্মী মান্না দে,শেখ আসাদুজ্জামান, আহসান টিটু,শেখ সৈয়দ আলী সহ সকল শ্রেণীর ব্যক্তিরা। এ দিকে ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ বলেন আমি প্রথম কোভিড ১৯ এর টিকা নিয়েছি আমি ভালো আছি সুস্থ্য আছি। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার জানান আমি নিজে টিকা নিয়েছি সুস্থ আছি আপনারও টিকা নিন অন্যকে টিকা নিতে উৎসাহীত করুন। স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, ফকিরহাটে ২০২০ সালের মে মাসের ১৮ তারিখ প্রথম করোনা রোগী সনাক্ত হয়। ২০২০ সালের জুন মাসে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ পর্যন্ত অত্র উপজেলা মোট মৃত্যুর সংখ্যা ১৩জন এবং আক্রান্তের সংখ্যা ২২৫জন। ফকিরহাটে প্রথম ধাপে ৪ হাজার ৮ শত টিকা এসেছে। ২হাজার ৪শতজনকে তারা টিকা প্রদান করবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]