ফকিরহাটের জাড়িয়া এলাকায় শাহিনুর বেগম (১৯) নামে এক গৃহবধু গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ জানায়- বুধবার বিকালে জাড়িয়া কাহারডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারন বলা যাবে না বলে জানান তদত্বকারী পুলিশ কর্মকর্তা। এদিকে মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ যৌতুকের দাবিতে শাহিনুরকে হত্যা করা হয়েছে। মৃত শাহিনুর বেগম উক্ত এলাকার আজাদ শেখের স্ত্রী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]