ফকিরহাটে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি ০৪ জানুয়ারি সোমবার বিকাল ৩টায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকির কওসার আলী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মুলঘর ইউপিএল চেয়ারম্যান হিটলার গোলদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রশিদ মুক্তি ও ফকিরহাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম শরীফের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত দাশ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন- আহবায়ক খান রুবেল হাসান সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ওই অনুষ্ঠানে ছাত্রলীগের গৌরব ঐতিহ্য ও সাফল্য তুলে ধরা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]