ফকিরহাটে ওয়াইফাই লাইনের তার কর্তনের ঘটনা ঘটেছে। ন্যাক্কারজনক এহেন ঘটনা পরবর্তী ভুক্তভোগীকে মারপিট করা সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতিরও হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে। রবিবার ০৭ সেপ্টেম্বর দুপুরে এ বিষয়ে একটি জিডি হয়েছে ফকিরহাট মডেল থানায়। জিডি সূত্রে প্রকাশ,ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের গোয়ালবাড়ী গ্রামের প্রকাশ রায়(৪৫) কলকলিয়া বাজার হইতে তাহার বাড়ী পর্যন্ত ওয়াইফাই লাইন নিয়েছিলেন।দৌলতপুর অনলাইনের জনৈক রাজু শেখ এর নিকট থেকে গত ২৫আগষ্ট-২০ইং লাইনের তার টানার পর ০৫সেপ্টেম্বর-২০ ইং তারিখ বিবাদীরা প্রায় দেড় কিলোমিটারের মত স্থানের তার কেটে ফেলে।ঘটনার দিন বিকালে প্রকাশ রায় নিজ বাড়ীর সামনে তাদের নিকট তার কেটে ফেলার কারন জানতে চাইলে তাকে মারপিট করা সহ তার বিভিন্ন ক্ষয়ক্ষতি করার হুমকি দেয়।এরপর ভুক্তভোগী ফকিরহাট মডেল থানায় উপস্থিত হয়ে গোয়ালবাড়ী গ্রামের অসিত রায় ভোলা (৪৮) সহ বিশ্বজিৎ বিশ্বাস (৪০),শুভংকর রায়(৩৫),শন্তু বিশ্বাসের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় সাধারণ ডায়েরী করেন(নং-২৫৯)।
সরেজমিনে ওয়াইফাই লাইনের তার কর্তনের সত্যতা মেলার পর প্রকাশ রায়ের সংগে কথা বলা হলে তিনি জানালেন, এ ঘটনায় তার দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস বললেন, তার কেটে ফেলার ঘটনাটি আমি শুনেছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]