ফকিরহাট ডাকবাংলা মোড়ে মায়ের দোয়া টেলিকমে স্মার্টফোন জোন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি রবিবার দুপুরে প্রতিষ্ঠানের এমডি সোহেল আরমান ও শেখ এনামুল কবির আয়োজনে শুভ উদ্বোধন করেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু। এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের টেরিটরি ম্যানেজার ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক খান রুবেল হোসেন, ফকিরহাট প্রেসক্লাবের সহ- সভাপতি শেখ আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ শেখ সৈয়দ আলী, সহ-প্রচার সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
ফকিরহাটে নারী মাদককারবারী আটক
ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে হাফিজা বেগম( ৪৮) নামের এক ওয়ারেন্টভুক্ত নারী মাদককারবারী আটক হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাতে ফকিরহাট সদর ইউনিয়নের বাড়াশিয়া মধ্যপাড়া এলাকার মৃত আলতাফ হোসেন এর স্ত্রী হাফিজা বেগম (৪৮)কে আটক করা হয়েছে। যার ফকিরহাট মডেল থানার জি আর মামলা নং ৪০/১৯।
ফকিরহাটের বেতাগায় কমিউনিটি ক্লিনিকে ব্র্যাক এর ওরিয়েন্টেশন ও কোভিড-১৯ প্রটেকশন কমিটি গঠন
ফকিরহাটে বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকে ব্র্যাকের আয়োজনে ওরিয়েন্টেশন ও কোভিড-১৯ প্রটেকশানে কমিটি গঠন করা হয়েছে। ১৬ জানুয়ারি ২০২১ ইং শনিবার সকাল ১০টায় কোভিড-১৯ মোকাবেলায় কমিউনিটি সম্পৃক্তকরণ ও কমিউনিটি ক্লিনিক কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিক ওরিয়েন্টেশন ও কমিউনিটি করোনা ভাইরাস প্রটেকশন কমিটি (পপঢ়প) গঠনের ওই অনুষ্ঠানটি বেতাগাস্থ মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক প্রাংঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য অসিত দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক(ভারপ্রাপ্ত)রঞ্জন কুমার সেন।এছাড়া এসময় বিশিষ্ট সমাজসেবক মহেন্দ্রনাথ দাশ,বীর মুক্তিযোদ্ধা অমর দাশ,পূর্ব বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিপিকা রানী দাশ,প্রধান শিক্ষক অসিত দাশ,ইউপি সদস্য কামরুন্নাহার নিপা,সাবেক ইউপি সদস্য মল্লিকা রাণী দাশ,ইউপি সদস্য মোঃ ফুরকান শিকারী, ব্র্যাকের ফকিরহাট উপজেলা কোভিড -১৯ এর এলাকা ব্যবস্থাপক বাসুদেব নন্দী, বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি রিংকু বাছাড় প্রমুখ উপস্থিত ছিলেন । সভা শেষে করোনা ভাইরাস প্রটেকশনে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]