 
     ফকিরহাটে রানার অটোমোবাইলস এর শোরুম এর শুভ উদ্বোধন  হয়েছে  মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বরোড মোড়সন্নিকটে । উদে¦াধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু।  মেসার্স আর এসোসিয়েটস এর তত্ত্বাবধানে  'চৌধুরী কমপ্লেক্স' এ রানার অটোমোবাইলস এর "বাজাজ এলপিজি থ্রী-হুইলার সেলস এন্ড সার্ভিস ও ষ্পেয়ারস" এর  শোরুম উদ্বোধনের ওই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রানার অটোমোবাইলস এর হেড অব সেলস সৌরভ আহমেদ। এ সময় মেসার্স আর এসোসিয়েটস এর স্বত্বাধিকারী  মোঃ ইমরুল হোসেন,রানার অটোমোবাইলস এর ম্যানেজার (সার্ভিস) সাকিবুর রহমান ও খুলনা এরিয়া ম্যানেজার কাজি ফরিদুল ইসলাম পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি  শেখ সিরাজুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ফকিরহাটে রানার অটোমোবাইলস এর শোরুম এর শুভ উদ্বোধন  হয়েছে  মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বরোড মোড়সন্নিকটে । উদে¦াধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু।  মেসার্স আর এসোসিয়েটস এর তত্ত্বাবধানে  'চৌধুরী কমপ্লেক্স' এ রানার অটোমোবাইলস এর "বাজাজ এলপিজি থ্রী-হুইলার সেলস এন্ড সার্ভিস ও ষ্পেয়ারস" এর  শোরুম উদ্বোধনের ওই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রানার অটোমোবাইলস এর হেড অব সেলস সৌরভ আহমেদ। এ সময় মেসার্স আর এসোসিয়েটস এর স্বত্বাধিকারী  মোঃ ইমরুল হোসেন,রানার অটোমোবাইলস এর ম্যানেজার (সার্ভিস) সাকিবুর রহমান ও খুলনা এরিয়া ম্যানেজার কাজি ফরিদুল ইসলাম পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি  শেখ সিরাজুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]