ফকিরহাটে সমলয়ে চাষাবাদের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানটি ২০ জানুয়ারী সকাল ১১টায় বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার নবাগত জেলা প্রশাসক আ. ন. ম. ফয়জুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম,ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাসরুল মিল্লাত।
২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে ৫০ একরের ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধান সমলয়ে চাষাবাদের নিমিত্তে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ট্রে-তে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে 'সম্মিলিত উন্নয়ন প্রয়াস-সফল উৎপাদন পদ্ধতি' বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচী উদ্বোধিত হয়।
কর্মসূচির আওতায় ৬১টি জেলার ৬১টি উপজেলায় ৬১টি ৫০ একরের বোরো চাষের সমলয়ে ব্লক-প্রদর্শনী বাস্তবায়িত হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]