ফকিরহাটে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৩নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার কাঁঠালতলা স্কুল মাঠ প্রাংঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান। স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে ও মোঃ দাঊদ ও শেখ মঈন উদ্দিনের সঞ্চালনায় ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেল। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক ও শেখ মোস্তাহিদ সুজা। ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজি বেলাল সাঈদ সহ এ সময় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও কাঁঠালতলা গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে শেখ গোলাম আলীকে সভাপতি ও শেখ শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় নতুন নেতৃত্বের হাতে তুলে দেয়া হয় ৩৫ সদস্যের পুর্নাঙ্গ কমিটি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]