ফকিরহাট সদর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড শাখা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার পাগলা দেয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাংঙ্গনে ওই সম্মেলনের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে পরেশ কুমার দেবনাথ ও শেখ মঈন উদ্দিনের সঞ্চালনায় ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরীনা আক্তার কিসলু, সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক ও শেখ মোস্তাহিদ সুজা। এ সময় ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ রায়, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দেবনাথ, স্থানীয় ইউপি সদস্য সরদার মুস্তাকীন ও পাগলা দেয়াপাড়া গ্রামবাসী সহ স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজি বেলাল সাঈদ। সম্মেলনে ইমরান শেখ মিঠুন সভাপতি ও হিরামন দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ফকিরহাটে মাছের ঘেরে বিষ প্রয়োগ-দেড় লক্ষ টাকার ক্ষতি
ফকিরহাটে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন করা হয়েছে। ১২ জানুয়ারী মংঙ্গলবার গভীর রাতে উপজেলার সাতশিকা গ্রামে বিষ প্রয়োগের ঘটনাটি ঘটেছে। ঘের মালিক ভুক্তভোগী খন্দকার আঃ ওয়াদুদ কতৃক বিষয়টি অবগত হওয়ার পর স্থানীয় ইউপি সদস্য খান শামীম হাসান ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে জানা যায়, ফকিরহাটের সাতশিকা গ্রামের পুর্বপাড়ায় শেখ সরোয়ার হোসেনের বাড়ীর সামনে একই গ্রামের খন্দকার আঃ ওয়াদুদ দীর্ঘদিন ধরে একটি ঘেরে মাছ চাষ করেন। বুধবার সকালে তিনি মাছের ঘেরে গেলে প্রায় সবখানেই ভেসে ওঠা মরা মাছ দেখতে পান। ভুক্তভোগী ঘের মালিক জানিয়েছেন, মংঙ্গলবার রাতের কোনো এক সময় কেউ শত্রুতাবশত তার ঘেরে বিষ প্রয়োগ করে। ঘেরে এক থেকে পাচ কেজি পর্যন্ত রুই কাতলা সহ প্রচুর সাদা মাছ ছিল। বুধবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘেরের মধ্যে ক্ষনে ক্ষনে মরা মাছ ভেসে উঠছিলো। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]