ফকিরহাট ফজলুল উলুম বহুমূখী কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারী সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ ও উপজেলা নিবার্হী অফিসার মো: তানবীর রহমান। এসময় ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ফকিরহাটে সার ও বীজের দোকানে অগ্নিকান্ডে ১০লক্ষ টাকার ক্ষতি
ফকিরহাটে আকষিক অগ্নিকান্ডের ঘটনায় মেসার্স শাহাজাহান বীজ ভান্ডার নামের একটি কীটনাশক সার ও বীজের খুচরা দোকান এবং গোডাউন পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। ঘটনাটি বুধবার সকালে শুভদিয়া ইউনিয়নের উত্তরপাড়া ঠারোনতলা তেমাথা মোড়ে ঘটেছে। এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক মোঃ আল মামুন শেখ জানিয়েছে। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ শহীদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমর সহ কৃষি অফিসের কর্মকর্তাগন, বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভদিয়া ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনাস্থন পরির্দশন করেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। জানা গেছে, এদিন অর্থাৎ বুধবার সকালে আকস্মিক অগ্নিকান্ডের ঘটানা স্থানীয় টের পেয়ে পানি দিয়ে অগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে দোকান ও গোডাউনের সকল মালামাল পূড়ে ছাই হয়ে গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]