ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোর ৪টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা দমকল বাহিনীর স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, বুধবার রাতে যশোর থেকে ছেড়ে আসা বরিশালগামী জিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গা উপজেলার মাধবপুরে পৌঁছায়। এসময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
তিনি আরও বলেন, এসময় কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]