জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্ল্যাহপুর উত্তর পাড়া কমিউনিটিতে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে এবং অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের আলোকে পথনাটক প্রদর্শিত হয়েছে।
মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) সকাল ১১.০০ টায় ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্ল্যাহপুর উত্তর পাড়া কমিউনিটিতে বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাল্যবিবাহ উপর সচেতনতামূলক পথনাটক "জবার বাল্যবিয়ে" প্রদর্শন করা হয়।
পথনাটকে সমাজে আমাদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার সে সম্পর্কে জনগণের মাঝে ম্যাসেজ দেওয়া হয়। সাথে সাথে আমাদের সমাজে বাল্যবিবাহের ফলে যে কিভাবে মেয়েদের জীবন নষ্ট ও স্বপ্ন ভঙ্গ হচ্ছে সে সম্পর্কে ম্যাসেজ দেওয়া হয়। পথনাটকে অভিনয় করেন, ব্রেকিং দ্য সাইলেন্স শিশু ও ইয়ূথ ফোরামের সদস্যরা।
পথনাটক প্রদর্শনে সহযোগিতা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।
উল্লেখ্য, পথনাটকের মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ন তথ্য সহজে সকলের কাছে পৌঁছে দেয়া যায় সে লক্ষ্যে আরো পথনাটক করা হবে বলে পরিকল্পনা করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]